বাসাতেই বানিয়ে ফেলুন সুস্বাদু পুডিং। কি ওভেন নেই? কোন অসুবিধা নেই, চাইলে গ্যাসের চুলাতেও বানিয়ে ফেলতে পারবেন পুডিং

যা যা লাগবে – পৌনে ১ লিটার দুধ – চিনি স্বাদমতো – ৪ টি ডিম – আধা টেবিল চামচ গলানো ঘি বা মাখন পদ্ধতিঃ প্রথমেই ফুল ক্রিম দুধ প্যানে কাঝারি আঁচে জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে করে ফেলুন। এবার চুলা বন্ধ করে দুধ নামিয়ে ঠাণ্ডা হতে দিন। একটি বাটিতে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ পর এতে চিনি দিয়ে আবার নাড়তে/ফেটাতে থাকুন। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এতে এবার প্রয়োজনমতো ঘি বা মাখন দিন। এবার আরও কিছু সময় ফেটিয়ে নিন। একটি পুডিং বাটি অথবা আপনি যেটাতে পুডিং বানাতে চান সেই বাটি নিয়ে প্রায় ১ চা চামচ পরিমাণ চিনি বাটিতে ছড়িয়ে দিন। বাটিতে ছড়িয়ে কয়েক চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। চিনি গলে মিশে শিরা তৈরি হয়ে লাল হয়ে ক্যারামেলের মতো তৈরি হয়ে যাবে। বাটিতে ক্যারামেল বসে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন বাটিটি। প্রয়োজনীয় বাজার, ফুড কিংবা ঔষধ পাচ্ছেন সহজ ফুডে Grocery ও Medicine সেকশনে। ক্লিক করুন bit.ly/shzgcry এবার ডিম-চিনির মিশ্রনে ঠাণ্ডা হয়ে যাওয়া দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন যদি দুধ সামান্য গরম থাকে তবে ডিমকে জমাট করে ফেলবে। তাই দুধ খুব ঠান্ডা করে নিয়েই মেশাতে হবে। এরপর ঠাণ্ডা হয়ে যাওয়া পুডিং বাটিতে পুরো মিশ্রণটি ঢেলে দিন। একটি বড় সসপ্যান ধরণের পাত্র চুলায়। এর ঠিক মাঝে একটি হাড়ি রাখার স্ট্যান্ড বসিয়ে দিন। এতে দিন ১/৪ অংশ পানি। পুডিংয়ের বাটিটি স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিন। সসপ্যান ধরণের পাত্রটিও ভালো করে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিন। এখন আগুন জ্বালিয়ে পানি জ্বাল করতে থাকুন। ২০-২৫ মিনিটের মধ্যেই পুডিং হয়ে যাবে, তাই সতর্ক থাকুন। চুলা থেকে নামানোর আগে একটি কাঠি দিয়ে পুডিং ঠিকমতো হয়েছে কিনা পরীক্ষা করে নিন। এরপর পুডিংএর বাটি একটু ঠাণ্ডা হলে একটি ছড়ানো প্লেটে উল্টো করে দিন। এতে পুডিংয়ের ক্যারামেল অংশটি উপরে আসবে। ব্যস, এবার মজা নিন সুস্বাদু পুডিংয়ের। * চাইলে ছোটো ছোটো বাটিতে অল্প করে মিশ্রন ঢেলে তৈরি করে নিতে পারেন মিনি পুডিং। রেসিপিঃ ইন্টারনেট